বাঁশখালী টাইমস: মিয়াবাজারস্থ জলদী আধুনিক হসপিটাল লিমিটেড ক্যান্টিনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান গত কাল সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে জলদী আধুনিক হসপিটালের এম ডি এস এম শোয়াইবুর রহমান, মৌলানা আনোয়ার হোসাইন কাশমিরি, মৌলানা আবু বকর ছিদ্দীক, আবু সালেহ কেনু, আজিজ আহমদ, জোনাইদ, নকি প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথির বক্তব্যে হাসপাতালের এমডি এসএস শোয়াইবুর রহমান বলেন- এ ক্যান্টিনের মাধ্যমে মানসম্মত খাবার ও সার্বক্ষণিক সেবা পাবে সংশ্লিষ্টরা। হাসপাতালের সেবা কার্যক্রমে এখন থেকে এটাও যুক্ত হলো।
দোয়া মোনাজাত ও নাস্তা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।