বাঁশখালী টাইমস- জলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর আহমদের ইছালে সওয়াব উপলক্ষে মোজাফফর আহমদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১২ মে) সন্ধ্যায় জলদী চৌধুরী নিউ মার্কেটের দ্বিতীয় তলায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মানিকুল আলম মানিকের সভাপতিত্বে সদস্য সচিব আতিকুল আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মনসুর আলী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মনজুরুল আলম মনজুর, ফারুক হোসাইন, বাঁশখালী পৌরসভা কৃষক লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম, বাঁশখালী পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিন রবিন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এনামুল হক, আলাওল কলেজ ছাত্রলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম দিদার, পৌরসভা যুবলীগ নেতা ইলিয়াছ, মিনার, শাহেদ, শহিদ, মিশু প্রমুখ।