বাঁশখালী টাইমস ডেস্ক: জলদী মিয়ার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মরহুম মোজাফফর আহমদের ইছালে সওয়াব উপলক্ষে মোজাফফর আহমদ স্মৃতি সংসদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় জলদী মিয়ার বাজার ব্যবসায়ী কল্যান সমিতি কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মোজাফফর আহমদ স্মৃতি সংসদের চেয়ারম্যান মানিকুল আলমের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব, মিয়ার বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আতিকুল আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে মিয়ার বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে মিয়ার বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মিয়ার বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সহ সভাপতি আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, মিয়ার বাজারের ব্যবসায়ী মাওলানা দিদারুল আলম, সাবেক যুগ্ন সম্পাদক জসীম উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দীন, ব্যবসায়ী রফিকুল ইসলাম দিদার, ব্যবসায়ী সমিতির সদস্য আবদুল মতলব, জামাল উদ্দীন, ফরমান আলী, মিশু ইমরান, ব্যবসায়ী গিয়াস উদ্দীন, মুহাম্মদ জিহান, ইশাদ, রিপন প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মিয়ার বাজার হাবিবুল্লাহ ফানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল হক জিয়া।