মুহাম্মদ মিজান বিন তাহের: জলদীতে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে। গতকাল রবিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী অলিমিয়ার দোকান এলাকায় বাণিক পাড়া রাস্তার মাথা এলাকায় রাস্তা পারাপার করতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বৈলছড়ি ইউপির চেচুরিয়া গ্রামের লেদু মিয়ার পুত্র করিম (২২) মোটর সাইকেল নিয়ে উপজেলা সদর যাওয়ার পথে অলিমিয়ার দোকান এলাকার বাণিকপাড়া রাস্তার মাথায় মহিলাটি রাস্তা পারাপার করার সময় গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে তার সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত মহিলা বাঁশখালী পৌরসভার উত্তর জলদী বর্ণিক পাড়া দুলাল ধরের স্ত্রী র্গীতি রাণী ধর (৪৫) বলে জানা গেছে। তার সংসারে ৩মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে আনা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
বাঁশখালী হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ রেশমী বিশ্বাস বলেন, সড়ক দূর্ঘটনায় আহত র্গীতি রাণী ধরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।