জলদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ বসতঘর পুড়ে ছাই, আহত ৮

জলদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ বসতঘর পুড়ে ছাই, আহত ৮

বাঁশখালী টাইমস:  জলদী পৌরসদরের আস্করিয়া পাড়া ৭নং ওয়ার্ড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ সময় আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ৮ জন। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সংঘটিত ভয়াবহ এ অগ্নিকান্ড হয় বলে স্থানীয়রা জানান। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বাঁশখালী থানা পুলিশ ও পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের পন্ডিতের বাড়ী এলাকার কাপড় ব্যবসায়ী শামশুল আলম, মাবিয়া খাতুন, আলী আহমদ, কামাল উদ্দিন, জামাল উদ্দিন। আলী আহমদের বসত ঘরের কুপি (চেরাগ) এর আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানা যায়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *