
মিজান বিন তাহের, বাঁশখালী টাইমসঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকার উত্তর জলদী ৫নং ওয়ার্ডে তেলি পাড়া এলাকায় পাওনা টাকা চাওয়ার জের ধরে বৃহস্পতিবার সকালে মৌলভী ওসমান নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা গেছে, পৌর এলাকার উত্তর জলদী ৫নং ওয়ার্ডে মৌলভী ওসমানের কাছ থেকে মধ্যপ্রাচ্যের ওমানের ভিসা দেওয়ার কথা বলে ৫৫ হাজার টাকা নেন একই এলাকার নুরুল ইসলাম, অশোক ও তার স্ত্রী কালা বুড়ি। কিন্তু টাকা নেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ভিসা দিতে পারেনি ওই পরিবার। নির্ধারিত সময় চলে গেলেও ভিসা দিতে ওই পরিবার গড়িমসি করায় এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হয়। সালিশে বিচারকরা টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত দিলেও ওই টাকা দীর্ঘদিনেও ফেরত দেয়নি এই পরিবারটি । এ অবস্থায় বৃহস্পতিবার সকালে পাওনা টাকা চাইতে গেলে হামলার শিকার হন মৌলভী ওসমান। আহত মৌলভী ওসমানের ভাই এমরান বলেন, পাওনা টাকা চাইতে গেলে কালা বুড়ি ও তার স্বামী অশোক আমার বড়ভাইকে রড দিয়ে পিটিয়ে জখম করেছে। তাকে তাদের কবল থেকে বাঁচাতে আমার অন্য ছোট ভাই ও আত্মীয় স্বজন গেলে তাদেরকেও হামলা করে তারা।পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে ভর্তি করে। কালা বুড়ি র্দীঘদিন যাবৎ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে থানার এসআই রুবেল আফ্রাদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।