জলদীতে দোকান পুড়ে ছাই

মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীঃ বাঁশখালী ( Banshkhali ) পৌর সদরের জলদী লতিফ মার্কেট-এর ফরিদুল আলমের মালিকানাধীন “হক কোকারিজ” নগদ ৪ লাখ টাকা, মালামালসহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ফরিদুল আলম এখন নিঃস্ব প্রায়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট এ আগুন স্থানীয় জনগন অনেক চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ ৪ লাখ টাকাসহ সম্পূর্ণ  ক্রোকারিজ মালামাল পুড়ে গিয়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়। বেঁচে থাকার একমাত্র অবলম্বন এ কোকারিজ দোকানের সব মমালামাল পুড়ে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদুল আলম এখন নিঃস্ব প্রায়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *