BanshkhaliTimes

জলদীতে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনা যেন থামছেই না। এবার ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় নিদু বালা দাশ (৬২) নামের এক বৃদ্ধা আহত হয়েছেন। তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টায় উপজেলার পৌরসভাস্থ ৪নং ওয়াডের উঃ বণিক পাড়ার বুড়ি পুকুর পাড় এলাকার স্থানীয় সাবেক জলদীর ইউপি সদস্য গোপাল ধর (গোপাল মেম্বার) এর মালিকানাধীন ভাড়া বাসায়
এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭-৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
খবর পেয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন, বাঁশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন ও কাউন্সিলর মোঃ আরিফ মাইনুদ্দিন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

এ বিষয়ে বাড়ির মালিক গোপাল মেম্বার বলেন, আমি আমাদের এলাকার স্থানীয় চন্দন নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ বছরের জন্য জায়গাটি লিজ নিয়ে টিনের ছাউনি যুক্ত বাসা নির্মাণ করে ২ টি পরিবারকে বাসা গুলো ভাড়া দিই। ১ টিতে সুমন দাশ ও অপর একটিতে মধন দে
কে ভাড়া দিই। আমার বাসাগুলোর পাশে অপর আরেকটি শান্তি রাণী ধরের মালিকানাধীন ভাড়া বাসায় নমিতা দাশ নামের একজন ভাড়া থাকেন। বৃহস্পতিবার রাতে আমার ভাড়া বাসাগুলোতে কে বা কারা ঘরের বাইরে দরজায় শিকল লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। মূহুর্তের মধ্যে আগুনে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার নুরুল বশর বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌছান। আমাদের ফায়ার টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে। ততক্ষণে ৩টি বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ৪-৫ লক্ষাধিক ক্ষয়ক্ষতি হতে পারে বলে তিনি ধারণা করেন।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। কিভাবে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে এখনও বলা যাচ্ছে না। তদন্ত পূর্বক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *