বাঁশখালী পৌরসভার ঋষিমঠে অনুষ্ঠিত হওয়া মহোৎসবে চাল বিতরণ করেছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট। আজ শুক্রবার বিকেলে ট্রাস্টের পক্ষে ঋষিমটের উপাধ্যক্ষ রামানন্দ পুরী মহারাজ ও মহোৎসব পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে চাল হস্তান্তর করেন ট্রাস্টের প্রতিনিধি দল।

ঋষিমঠ উপাধ্যক্ষ রামানন্দ পুরী মহারাজ মাস্টার নজির আহমদ ট্রাস্ট ও এর সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “বাঁশখালীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় মাস্টার নজির আহমদ ট্রাস্ট এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং আশা করব এই ধারা অব্যাহত থাকবে”।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান চৌধুরী জিহান, মোঃ শাহাজান, মাঈনুদ্দিন হাসান, আব্দুল্লাহ আল হাসান রিপন, মিনহাজ উদ্দীন মিনার, নারায়ন প্রমুখ। বিজ্ঞপ্তি