সুন্দরে সব মিষ্টি
খালেদ সাইফুল্লাহ
সুন্দর করে কও কথা সব
খাও ভাল ফল মিষ্টি
সুন্দর কথায় ঝরবে খোদার
রহমতের বৃষ্টি।।
সুন্দর কথায় ঝাল লাগে না
সুন্দর ছাড়া ভালো লাগে না
খোকা-খুকুর তাই পড়েছে
দুধ-ছানাতে দৃষ্টি।।
সুন্দর বাবার আদর-সোহাগ
সুন্দর মায়ের মুখ,
সুন্দর চোখে দেখলে তাঁদের
মনটা পাবে সুখ।।
সুন্দর করো বুকখানা
সুন্দর করো সুখখানা
সুন্দর মনের মানুষ যারা
রবের সৃষ্টির সেরা তারা।