সুখ নয় মরীচিকা
মাইনুল ইসলাম
গভীর রাতে পাশে বসে দেখি
তার মায়াভরা মুখ
প্রেয়সী আমার নিশ্চিন্ত মনে ব্রাউজিংয়ে ফেসবুক।
কতটুকু আমি ভালোবাসি তারে বুঝতে চাইল না কভু
দু’চোখ খুলে দু’হাত মাঝে সিজদায় খুঁজি প্রভু।
ব্যস্ত সময়ের ক্ষণে ক্ষণে মনে উঁকি দিয়ে সে যে যায়
হাজারো কাজে ফিরে ফিরে আসে
কখনও বা সে হারায়।
সুখ খুঁজে খুঁজে হন্য হয়েছ যারা, পেয়েছ কি সুখের প্রাসাদ?
সুখ খুঁজে নয়, দিয়ে দেখ, পাবে নিশ্চিত সুখ নিখাদ।