ভুলে যাওয়াটাই সমাধান
নাইমুন আক্তার টুম্পা
ভুলে গেছি মন ভরে কাঁদতে,
রাগ দেখাতেও ভুলে গেছি।
আবদার করতে ভুলে গেছি,
ফুচকাটা এখন আর খেতে মন চায় না।
মন ভরে হাসি,
কিন্তু মন ভুলে গেছে হাসতে,
সাগরের ঢেউ গুলো কবে দেখছি
ভুলে গেছি।
ঝাল মুড়ি খেয়েও এখন আর স্বাদ পাই না
সাগরের তীরে বয়ে যাওয়া শান্তির পবন আমার মুখ ছুঁয়ে দিয়ে গেছে কবে ভুলে গেছি।
হাত ধরে হেঁটেছি কবে ভুলে গেছি।
হাসিটা সবাই দেখে
কিন্তু পেছনের কান্নাটা কেউ দেখেনা।
প্রশান্তির ঘুম গিয়েছি কবে ভুলে গেছি।
জীবন যুদ্ধ করতে করতে শরীরটাও বলে দিয়েছে আর পারছি না।
নিজের চেহারাটা আয়নাতে কবে দেখছি ভুলে গেছি।
ভুলে গেছি, ভুলে যাচ্ছি,
ভুলে যাওয়াটাই যেন শ্রেষ্ঠ সমাধান,
তাই সমাধানটাই বেছে নিয়েছি।