বক্ষ ডায়ারিতে লেখা
-মশিউর রহমান আবির
কিরে, ওভাবে তাকিয়ে আছ কেন?
কবিতা লিখছি
কী আশ্চর্য!
কলম নেই, ডায়ারি নেই
নেই বলতে কিচ্ছুই নেই
আর তাকিয়ে আছে আমার দিকে
বলছে সে কবিতা লিখছে
পাগল নাকি?
হ্যাঁ পাগল
সে তো তোমাকে পাওয়ার পরই হলাম
আর কলম, ডায়ারির কথা বলছ?
কবিতা লিখতে কলম, ডায়ারি কিছুই লাগে না
চন্দ্রাবলীর মুখচ্ছবি দেখে
বক্ষ-ডায়ারিতে লিখে-ফেলা যায় মহাকাব্য।
কৃত্রিম ডায়ারি একদিন হারিয়ে যাবে
হারিয়ে যাবে সব লেখা
কিন্তু,
বক্ষ-ডায়ারিতে লেখা সবকিছুই
রয়ে যাবে আজন্ম।