BanshkhaliTimes

‘জলকদর’ সাহিত্য আয়োজন || নগর ছেড়ে, গাঁয়ের পরে…

BanshkhaliTimes

নগর ছেড়ে, গাঁয়ের পরে…
মখছুছ চৌধুরী

জলের শহর দুঃখের নহর
যাচ্ছি ছেড়ে দূর গাঁয়
গাঁয়ের সবুজ ডাকছে, অবুজ-
আমার কোলে আয় আয়।

কর্ণফুলীর তীর পেরিয়ে
পিচ ঢালা পথ ছুটছে
মাঠের পরে মাঠ ছড়ানো
সবুজ এসে জুটছে।

একটু পরেই হারিয়ে যাবে
সাঙ্গু তীরের বাঁক দূর
হাত বাড়িয়ে ঠায় দাঁড়িয়ে
মায়ায় মোড়া চাঁনপুর।

ঢেউ ছলছল জল কলকল
জলকদরের জল যে
ক্ষণে ক্ষণেই আপনমনেই
আমায় ডেকে চলছে।

জলকদরের কোল ঘেঁষে ঐ
সবুজ গাঁয়ের কন্যা
জলনুপুরে সাঝ দুপুরে
ছড়ায় রুপের বন্যা।

কন্যা লো ও জলের রাণী
আমায় ভালোবাসবে
আসলে পরে আমায় নিয়ে
জলকেলীতে হাসবে?

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *