জলকদর
মুহাম্মদ ইমতিয়াজ
জলকদরের দু’পাশ যেন
সবুজ ঘেরা বন,
উড়তে থাকা বকের সারি
হারিয়ে যাওয়া ধন।
সন্ধ্যাবেলায় মাঝি-মাল্লার
পালে তুলে গান,
জলকদরের হারিয়ে যাওয়া
গোলা ভরা ধান।
জলকদরও হারিয়ে যাচ্ছে
খাচ্ছে গিলে চোর,
পাখির গানে ভাঙবে না ঘুম
আর হবে না ভোর।