ইচ্ছে করে সাজাই ধরা
মঈনুল ইসলাম
ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকুলের বৃহৎ গ্রহে বাস
গুটিকয়েক খাচ্ছে পুরে কোটি উপবাস।
দিনের আলোয় সাধু যে-জন গোধুলিতে বদ,
নিঝুম রাতে পাইলে দেখা ভয়ানক বিপদ।
মরে যাক যত কীট সদৃশ দু-পায়ে জানোয়ার
যমদূত কবে আসবে ফিরে! করবে তাদের ওপার।
সুস্থ সবল ভুবন হবে সবার আহবানে
অবশেষে শান্তি এসেছে ক্ষীণ
এ প্রাণে।
ইচ্ছে করে সাজাই ধরা ভালো মানুষ দিয়ে
লোভ-লালসা হিংসে ছেড়ে আপন করে নিয়ে।