‘জলকদর’ কবি কাজী নজরুল ইসলাম সংখ্যা
সাহিত্য সম্পাদকীয়
আহসান হানিফ
গত ২৭ আগস্ট ( ১২ ভাদ্র) ছিল আমাদের ভালোবাসার দুখু মিয়া, প্রেমের মুকুট , সাম্যের পথ নির্দেশক, গানের বুলবুল, হাজারো অভিধায় অভিষিক্ত প্রিয় কবি ও জাতীয় কবি নজরুল ইসলামের ৪৪ তম মৃত্যুবার্ষিকী।
গতকাল ২৮ আগস্ট ছিল আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী।
আমার প্রিয় কবিদের একজন শহীদ কাদরী।
তিনি ২০১৬ সালের ২৮ আগস্ট নিউইয়র্কে মারা গেছেন।
শহীদ কাদরী সেই বিরলপ্রজ কবি, যিনি দীর্ঘকাল যাবৎ স্বদেশ থেকে দূরে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন।
আধুনিক মনন, বিশিষ্ট শিল্পবোধ এবং কাব্যভঙ্গির প্রকাশে যে গভীর জীবনবোধ, অন্তর্গত বিষাদ ও বৈরাগ্যের যোগ তিনি বাংলা কবিতায় ঘটিয়েছেন তা অবশ্যই চিরদিন স্মরণ রাখবে বাঙালি ও বাংলা সাহিত্য।
শহীদ কাদরী ১৯৪৭
পরবর্তীকালের বাংলা সাহিত্যের বিখ্যাত কবিদের একজন। যিনি নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়ন করে নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করে বাংলা কবিতায় সজীব বাতাস বইয়ে দিয়েছেন। ভাষা, ভঙ্গি ও বক্তব্যের তীক্ষ্ণ শাণিত রূপ তাঁর কবিতাকে বৈশিষ্ট্য দান করেছে। শহর এবং তার সভ্যতার বিকারকে শহীদ কাদরী ব্যবহার করেছেন তাঁর কাব্যে।
তাঁর কবিতায় অনূভূতির গভীরতা, চিন্তার সুক্ষ্মতা ও রূপগত পরিচর্যার পরিচয় সুস্পষ্ট।
জাতীয় কবি নজরুল ইসলাম ও শহীদ কাদরীর আত্মার মাগফিরাত কামনা করছি।
আজ “জলকদর” – এ জাতীয় কবিকে নিয়ে বিভিন্ন লেখা প্রকাশিত হলো এবং গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্র আয়োজিত লাইভ অনুষ্ঠানটি বাঁশখালী টাইমস পেজে শেয়ারের অনুমতি দানের জন্য নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক জনাব অধ্যাপক ড. আনোয়ার সাঈদ স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই সংখ্যায় যারা লেখা পাঠিয়ে আমাদের ধন্য করেছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
গত শনিবার আমাদের প্রথম সংখ্যায় ১৪ টি লেখা প্রকাশিত হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন সর্বজনাব হাফিজ রশিদ খান, কমরুদ্দিন আহমদ, জুবাইর জসীম, ইলিয়াস বাবর, আরমানউজ্জামান, নূর মোহাম্মদ, মখছুছ চৌধুরী, মশিউর রহমান আবির, সালসাবিলা নকি, রাশেদ বিন কাদের, খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ।
সবার প্রতি কৃতজ্ঞতা।
আমাদের সাহিত্য আয়োজন
“জলকদর” – এ যুক্ত সবাইকে ধন্যবাদ।
লেখা পাঠানোর ঠিকানা :
[email protected]