তাফহীমুল ইসলাম: বাঁশখালী নিয়মিত পশুর হাট ছাড়াও কোরবানের আগে বিভিন্ন জায়গায় বসে পশুর হাট। ঠিক তেমনি পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতি বছরের মতো জমে উঠেছে অস্থায়ী পশুর হাট। চলবে কোরবানির আগের দিন পর্যন্ত।
আজ সরেজমিনে গিয়ে দেখা যায় দুপুরের পর থেকে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে গরু ও ছাগলে। লোকজনে ভরে উঠেছে বাজার। বিকালে ক্রেতারা ধীরে ধীরে আসতে থাকে এবং শুরু হয় দরদাম, দেখাদেখি ও টুকটাক বেচা-কেনা।
আজকের বাজারে আসা সবচেয়ে বড় গরুটির দাম হাঁকা হয় দেড় লক্ষ টাকা। গরুটির মালিকের সাথে কথা বলে জানা যায়- তিনি গরুটি গত বছর ক্রয় করেছেন আশি হাজার টাকায়। দীর্ঘ এক বছর লালন -পালনের পর তিনি গরুটি বিক্রি করতে বাজারে এনেছেন।
বাজার ঘুরে দেখা যায়- কোরবানের বাকি আরো চারদিন থাকায় বেচা-কেনা এখনো কম। তবে অধিকাংশ ক্রেতা বাজারে আসছেন বাজার নিয়ে ধারণা লাভের জন্য।