চট্টগ্রাম প্রতিনিধি:আজ জমিয়াতুল ফালাহ ময়দানে বা’দে জোহর মরহুম আল্লামা জালালুদ্দীন আল কাদেরীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এতে তার হাজার হাজার ভক্ত, অনুরাগী, ছাত্র-শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারণ মুসল্লি অংশ নেন। বাঁশখালী থেকেও শত শত ভক্ত তার জানাজায় অংশ নেন।
খতিবে বাঙ্গাল উস্তাযুল উলামা মরহুম আল্লামা জালালুদ্দীন আল কাদেরীর দ্বিতীয় নামাজে জানাজা গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ আসর অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও দোয়া-মুনাজাত করেন নারিন্দা মশুরিখোলা দরবারের পীর সাহেব আল্লামা শাহ্ আহসানুজ্জামান। এর পূর্বে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার মোহাম্মদপুরস্থ কাদেরী তৈয়্যবিয়া কামিল মাদরাসা ময়দানে।
ইমামতি করেন অধ্যক্ষ আল্লামা আব্দুল আলীম রেজভী, জাতীয় মসজিদের দ্বিতীয় নামাজে জানাজার পূর্বে বক্তব্য রাখেন মাননীয় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ইফা গভর্নর অ্যাড: শেখ মুহাম্মদ আব্দুল্লাহ। নামাজে জানাজায় সুন্নি অঙ্গনের অসংখ্য প্রখ্যাত পীর-মাশায়েখ, আলেম-ওলামাসহ উপস্থিত ছিলেন ইফা গভর্নর র. আ. ম উবাইদুল মুক্তাদির চৌধুরী এমপি, ইফা গভর্নর ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ মিসবাহুর রহমান চৌধুরী, ইফা গভর্নর আল্লামা শাইখ খন্দকার গোলাম মাওলা নকশাবন্দী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব ড. সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ্ রব্বানী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন, ধর্মসচিব আব্দুল জলিল ও ইফা ডিজি।
আজ বা’দ আসর তার নিজস্ব প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার মাঠে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।