মানুষগুলো আবার মানুষ হোক
জনি হোসেন কাব্য
সেগুন এবং শেওড়াগাছের পাশাপাশি বাস-
মন ভালো নেই, কান্না করে, ফেলে দীর্ঘশ্বাস।
বনপোড়ানোর খবর জেনে হারিয়ে ফেলে খেই,
খুব অসহায়, কোনভাবেই বাঁচার উপায় নেই।
সেগুন বলে- কান্না থামা, নে তো একটু দম,
মানুষগুলো এমন কেন, কীসে ওদের কম?
কোথায় গেল মনুষ্যত্ব বিবেক-বুদ্ধি-জ্ঞান,
এতকিছু থাকতে ওরা বনপোড়াবে ক্যান্!
প্রশ্নশুনে শেওড়া বলে- কারণ আছে বেশ,
আধুনিকের ছোঁয়া পেয়ে বদলে গেছে দেশ।
শিক্ষাবোর্ডে গাধাবসা ক্ষমতাতে বাঘ,
হাতির বেশে বিরোধী দল মনে চাপে রাগ।
বড়পোস্টে শেয়ালগুলো করে নানান ছল,
আমজনতা বদলে এখন হরিণছানার দল।
নেতার চ্যালা বানরগুলো পেয়ে যাচ্ছে পার,
ওদের মাঝে সবই আছে বনের কী দরকার?
শেওড়াগাছের কথায় বাড়ে সেগুনগাছের শোক,
কেঁদে বলে- মানুষগুলো আবার মানুষ হোক।