তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস)- করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায়, দারিদ্র্য মানুষের বাড়িতে চাল, ডাল, আলু, তেল, সাবান, মাস্কসহ খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী।
তিনি গতকাল নিজ এলাকা পুঁইছড়ীতে একশো জনকে ত্রাণ বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন। বাঁশখালী জুড়ে তার পক্ষ থেকে ১৫০০ অসহায় মানুষকে এই ত্রাণ বিতরণ করা হবে বলে জানা গেছে। গালিব সাদলী বলেন- ‘আমার পিতা মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরী জীবদ্দশায় সবসময় বাঁশখালীর মানুষের পাশে ছিলেন। আমার শরীরে তাঁর রক্ত প্রবাহমান। আমিও বাবার আদর্শকে বুকে ধারণ করে সুখে-দুখে বাঁশখালীর মানুষের পাশে থাকবো।’
এদিকে সরকারের পক্ষ থেকে জনসমাগম এড়াতে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন ও কঠোর নির্দেশনা জারি করা হলেও মানুষ তা মানছে না। এমনকি দায়িত্বশীল কারো কারো ক্ষেত্রেও এই নির্দেশনার অমান্য হচ্ছে। কেউ কেউ জনসমাগম করে অসহায়দের মাঝে খাদ্য, মাস্কসহ নানা সামগ্রী বিতরণ করছেন। এমন সময় জনসমাগম এড়িয়ে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান ত্রাণসামগ্রী নিয়ে নিজেই পৌঁছে যাচ্ছেন অসহায়দের বাড়ি বাড়ি। বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।