বাঁশখালী টাইমস: পটিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর জনসভার কারণে পটিয়া-কক্সবাজার সড়ক পুরোদিনের জন্য বন্ধ থাকবে। বিকল্প সড়ক হিসেবে আনোয়ারা-বাঁশখালী সড়কে গণপরিবহন চলবে বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর যৌথ সিদ্ধান্ত গৃহীত হয় যে, মাননীয় প্রধানমন্ত্রী পটিয়া জনসভায় আগমন উপলক্ষে আগামী ২০তারিখ রাত ১২.০০হইতে ২১ তারিখ সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামের সমস্ত গণ পরিবহন আনোয়ারা বাঁশখালী হয়ে চলাচল করবে। এতে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার মাননীয় এমপি শামশুল হক চৌধুরী। এতে সভাপতিত্ব করেন জেলা মালিক গ্রুপের সভাপতি আবুল কালাম আজাদ।