জনবলের অভাবে ঝুলে আছে বাঁশখালী ফায়ার সার্ভিস!

জনবলের অভাবে ঝুলে আছে বাঁশখালী ফায়ার সার্ভিস!

নিজস্ব প্রদায়ক: জনবলের অভাবে ঝুলে আছে বহুল প্রতীক্ষিত বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন।

বিচ্ছিন্নভাবে বাঁশখালীতে প্রায় প্রতিমাসে লক্ষ লক্ষ টাকার জান-মালের ক্ষতি হয়ে আসছে। দীর্ঘদিনের গণদাবির মুখে গত পাঁচবছর আগে দক্ষিণ জলদীর প্রধান সড়ক সংলগ্ন ফায়ার সার্ভিসের নির্মাণ কাজ শুরু হলেও কাজে ছিল ধীর গতি।
গত একছর আগে নির্মাণ কাজের সমাপ্তি ও আনুষঙ্গিক কাজ সম্পন্ন হলেও এবার জনবলের অভাবে মুখ থুবড়ে আছে ফায়ার সার্ভিস স্টেশন।

এ প্রসঙ্গে বাঁশখালী টাইমসের এ প্রতিনিধির সাথে আলাপকালে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “ফায়ার সার্ভিসের অবকাঠামোগত কাজ শেষ। জনবল নিয়োগের জন্য আমরা মন্ত্রণালয়ে চাহিদা পত্র পাঠিয়েছি। জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই উদ্বোধন করা হবে।”

যতদ্রুত ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হবে ততই সম্ভাব্য অনেক ক্ষতি থেকে বাঁশখালীবাসী রেহাই পাবে বলে মন্তব্য করছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের অতিদ্রুত ফায়ার সার্ভিস চালুর লক্ষ্যে প্রশাসনিক চেষ্টা চালিয়ে যাবার অনুরোধ জানান।

Spread the love

1 thought on “জনবলের অভাবে ঝুলে আছে বাঁশখালী ফায়ার সার্ভিস!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *