জননেতার জানাজায় জনতা-মুসল্লির জোয়ার
জননেতার জানাজায় জনতায় লোকে লোকারণ্য। হাজার ছাড়িয়ে লাখ ছু্ঁই ছু্ঁই! লালদীঘির চতুর্দিকে কেন্দ্র করে যত অলিগলি আছে সব মুসল্লিজনতায় ভরপুর। কোতোয়ালি থেকে আন্দরকিল্লাহ পর্যন্ত জানাজার কাতার হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার বাদ জুমা ঐতিহাসিক লালদিঘী ময়দানে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে দলীয় নেতাকর্মী ছাড়াও লাখো জনতা তাকে শ্রদ্ধা নিবেদন করেন। এখানেই বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে লালদিঘী ময়দানে মানুষের ঢল নেমেছে।
জানাজা শেষে বন্দরনগরীর ষোলশহরের চশমা হিলের পারিবারিক কবরস্থানে মহিউদ্দিন চৌধুরীকে দাফন করা হবে।
মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমার বাবা জনমানুষের নেতা ছিলেন। লালদিঘী ময়দানেই সব কর্মসূচি করতেন। তার ইচ্ছা অনুযায়ী, সেখানেই একমাত্র নামাজে জানাজা করা হচ্ছে।
আরো পড়ুন :
মহিউদ্দীন চৌধুরীর জানাজায় অংশ নিতে লালদীঘি অভিমুখে মুসল্লির ঢল