চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেছেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারান্তরীণ থাকায় ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম জিয়ার অনুপস্থিতি বাংলাদেশের মানুষের হৃদয়ে দাগ কেটেছে। এদেশের জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, কৃষক, শ্রমিক, সাংবাদিক, চাকুরিজীবীসহ কেউ শান্তিতে নাই। জনগণ সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়।
তিনি শনিবার বিকালে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন।
নগরীর নতুন ব্রীজ মান্নান টাওয়ারস্থ ব্যাংক এশিয়ার সামনে মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আব্বাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমিন, আইন বিষয়ক সম্পাদক এড. কাশেম চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান, সাতকানিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মুজিবুর রহমান, বোয়ালখালী পৌরসভার মেয়র ও বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি হাজী আবুল কালাম আবু, সাতকানিয়া পৌরসভা বিএনপির সভাপতি হাজী রফিকুল আলম, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক এড. নাছির উদ্দিন, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, প্রবাসী কল্যাণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, মুক্তিযোদ্ধা সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, সহ-ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক শহীদুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, সাধারণ সম্পাদক মোঃ মহসিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির ফজলু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কে.এম. আব্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন সুমন প্রমুখ।
এর আগে বেলা দু্ইটার সময় নগরীর নিউ মার্কেট সংলগ্ন দোস্তবিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।