তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): এবার সদ্য বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণকৃত ৬ নওমুসলিমকে বাড়ি করে দেয়ার ঘোষণা দিলেন পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।
সরল দাওয়াতুন্নবী সাঃ সংস্থার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ১৭ তম ইসলামী মহা সম্মেলনের সমাপনি দিনে স্বপরিবারে ৬ জন বৌদ্ধ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নওমুসলিম আবদুল্লাহ জানায়- তাদের নিজস্ব বাড়ি মহেশখালী। তারা এতোদিন সরলে ভাড়া বাসায় থেকে দিনযাপন করেছেন। তারা এখন নিঃস্ব। তাদের কোন সম্পদ নেই। আবদুল্লাহ ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে জানায়- বেশ কয়েক বছর আগ থেকে ইসলাম ধর্ম পর্যবেক্ষণ করছে সে। এমনকি গত রমজান মাসে রোজা পালন সহ তারাবীহ’র নামাজ পর্যন্ত পড়েছে। তাদের এখন থাকার কোন বসত ভিটা নেই।
তাদের মুসলমান হওয়ার কথা পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপিকে জানালে তিনি আগামী মাসের এক তারিখ থেকে তাদের ইচ্ছার ভিত্তিতে চাকরীতে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। সাথে সাথে কেউ যদি তাদের বাড়ির ব্যবস্থা না করেন, তাহলে মুজিবুর রহমান সিআইপি বাঁশখালীর পুঁইছড়িতে তার নিজস্ব জায়গায় নিজস্ব অর্থায়নে বাড়ি করে দিবেন বলেও জানান।
ইসলাম ধর্মগ্রহণকারীরা হলেন- মোহাম্মদ আবদুল্লাহ (স্বামী)- পূর্বনাম মনু বড়ুয়া; আমেনা বেগম (স্ত্রী) পূর্বনাম প্রমিতা বড়ুয়া; রহিমা বেগম পূর্বনাম পূজা বড়ুয়া; করিমা বেগম পূর্বনাম রিজা বড়ুয়া; ছালেহা বেগম পূর্বনাম রিমা বড়ুয়া; রাশেদা বেগম পূর্বনাম রিতাপর্ণা বড়ুয়া।