মন খারাপের দিনে
মিশকাত উদ্দিন
তোর মন খারাপের দিনে-
আমার আকাশ থাকে মেঘলা
তোর মন খারাপের দিনে-
আমি সবার মাঝে একলা।
পাখপাখলি গান করেনা
গাছ-গাছালির ডালে
প্রজাপতি দেয়না চুমু
রাঙা গোলাপ ফুলে।
ধৈর্য ধরে সহ্য করে
কোয়ারেন্টাইনে থাক
হাসি গানে ঘুরব আবার
মহামারী যাক।
মনটা আমার আকাশ ছোঁবে
একটু হাসিস যদি
তোর খুশিতে উঠবে ভরে
খরায় মরা নদী।