বাঁশখালী টাইমস ডেস্ক: আজ “বিশ্ব হাসি দিবস”। ১৯৯৯ সাল থেকে সারা বিশ্বব্যাপী অক্টোবরের প্রথম শুক্রবার “বিশ্ব হাসি দিবস” হিসাবে পালিত হয়ে আসছে। বিশ্ব হাসি দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে, ছোট ছোট কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানো।
২০১৪ সালে প্রতিষ্ঠিত জেলাভিত্তিক কমেডি ক্লাবের মাতৃ সংগঠন “বাংলাদেশ কমেডি ক্লাব” ২০১৬ সালে সর্বপ্রথম সারা দেশব্যাপী হাসি দিবস উদযাপন করে।
বাংলাদেশ কমেডি ক্লাব সারা বছরব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকান্ড এবং স্ট্যান্ড আপ কমেডি শো এর মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
“হাসি ফুটুক সবার মুখে,বিশ্ববাসী থাকবে সুখে” এই শ্লোগানকে সামনে রেখে এবারও বাংলাদেশ কমেডি ক্লাবসহ জেলাভিত্তিক কমেডি ক্লাবগুলো একযোগে হাসি দিবস উদযাপন করছে।
আসুন, কথা বা কাজের মধ্য দিয়ে আজ সারাদিনে অন্তত একজন মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি।
আবু হেনা রনি,
বাংলাদেশ কমেডি ক্লাব।