BanshkhaliTimes

ছোটন স্মৃতি সংসদের গোল্ডকাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত

BanshkhaliTimes

ক্রীড়া টাইমস: বাঁশখালী পৌরসভাস্থ মনছুরিয়া বাজারের সংলগ্ন মাঠে ছোটন স্মৃতি সংসদ’র আয়োজনে প্রয়াত তরুণ ফুটবলার মু. মোজাফ্ফরুল ইসলাম ছোটন স্মরণে প্রথমবারের মতো রঙ্গিয়াঘোনা প্রিমিয়ার লীগ (আর.পি.এল) লংপিচ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত উক্ত ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড পৌর-কাউন্সিলর (প্যানেল মেয়র-১) মু. দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌলভী নুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক মিজান বিন তাহের, দৈনিক ডেসটিনি প্রতিনিধি সাংবাদিক শিব্বির আহমদ রানা, জিনিয়াস এডুকেশন কেয়ারের পরিচালক, শিক্ষানুরাগী আবছার উদ্দীন হাছান, যুবলীগ নেতা মু. আব্দুস শুক্কুর প্রমূখ।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন হোছাইন আলমাদানী ও মু. তাফসির। আয়োজকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছোটন স্মৃতি সংসদ পরিচালনা পর্ষদের আহছান জিকির, রশিদ আহমদ, আমান উল্লাহ্, গিয়াস উদ্দীন প্রমুখ।

গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা স্টুডেন্ট ক্লাব একাদশ বনাম পৌরসভার দঃ জলদী রঙিয়াঘোনা একাদশের ফাইনাল খেলাটি বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিরাট জয়ের ব্যবধানে রঙ্গিয়াঘোনা একাদশকে হারিয়ে পশ্চিম বড়ঘোনা একাদশ চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ নিয়ে ঘরে ফিরে রঙ্গিয়াঘোনা একাদশ। খেলায় ম্যান অবঃ দ্যা ম্যাচ জিতে বড়ঘোনা একাদশের খেলোয়াড় মু. রুবেল, ম্যান অবঃ দ্যা সিরিজ জিতে রঙ্গিয়াঘোনা একাদশের খেলোয়াড় মু. আবুল মনছুর।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *