[ আজ ১ সেপ্টেম্বর, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা শহীদ তৌকিরুল ইসলাম ত্বকী’র তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে খোলাচিঠি ]
“প্রিয় ত্বকী,
তোমার সাথে একবারই আমার কথা হয়েছে। তিনবছর পূর্বে ৩১আগস্ট শেষবিকেলে সমাবেশ চলাকালীন সময়ে সোহরাওয়ার্দী উদ্যানের লেকের ধারে তোমরা কয়েকজন আমাকে সাথে নিয়ে ছবি তুলেছিলে! জানতাম না এটাই তোমার সাথে আমার প্রথম এবং শেষ সাক্ষাত!
দিবাগত রাত ১২টার দিকে যখন খবর পেয়ে ছুটে যাই গাজীপুরের শিমুলিয়া নিমতলী, তখন তুমি আর নেই! মেইন রোড থেকে একটু দুরেই তোমরা চারজনকে পেয়েছিলাম। লক্ষ্য করে দেখছিলাম তোমার কোমরের উপরে ডানপাশে পেটের একটা অংশ খসে পড়েছে। তোমার অন্য তিনবন্ধুসহ চারজনকে যখন স্ট্রেচারে কাঁধে বহন করে মেইনরোডে অ্যাম্বুলেন্সে নিয়ে আসছিলাম তখন খুব ভয় পেয়েছিলাম আমি! আশংকা হয়েছিল যদি চারজনই ………! আল্লাহর অশেষ মেহেরবানীতে অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল , ফিরে পেলাম না শুধু তোমাকেই!
তখন রাত ২টা। ঢাকা মেডিকেলে লাশ নিয়ে পৌঁছানোর পর সেলিমের স্বাক্ষরিত কাগজে লাশ জমা রাখি। সারারাত দুঃসহ অজানা আশংকায় কেটেছে। উত্তরা রিজেন্ট হসপিটালে অন্য যে তিনজনকে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছি তারা বাঁচবেতো? সকালের অপেক্ষায় আছি, সাথে আমার যুগ্ন আহবায়ক নুরুল আমিন।
তখন ভোর ছয়টা, বাংলামোটর মোড়ে দেখলাম ছাত্রলীগের ষড়যন্ত্রকারী হিসেবে অতিপরিচিত দু’জনকে!
হয়তো পরীবাগে তৎকালীন ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বাসার উদ্দেশ্যে গন্তব্য তাদের। এগুলো পাত্তা না দিয়ে ঢাকা মেডিকেলের মর্গের উদ্দেশ্যে রওনা হলাম। ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ ও আমাদের দুঃসময়ের ত্রাণকর্তা শাহজাদা মহিউদ্দিন ভাইয়ের আন্তরিক সহযোগিতায় লাশের পোস্টমর্টেমসহ আইনী প্রক্রিয়া শেষ করে দুপুর একটার সময় লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ আহবায়ক সুজনের তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সে ত্বকীর লাশ যখন চট্টগ্রাম লোহাগাড়ার উদ্দেশ্যে তখন আশেপাশে লক্ষ্য করছিলাম এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে অপরাজনীতির উল্লাস চলছে!
এসব তখন মাথায় ঢুকছে না। কারণ উত্তরা ১১নং সেক্টরের রিজেন্ট হসপিটালে চিকিৎসাধীন অন্য তিনজনকে বাঁচাতেই হবে। এরপরে যা হবার তাই হয়েছে……!
ত্বকী, তোমার মৃত্যু বার্ষিকীর কথা হয়তো নেতাদের মনে নেই! কিন্তু আমি সারারাত ঘুমাতে পারিনি ভাই! সদ্য ইন্টারমিডিয়েট পাশ করা জিন্সপ্যান্ট কেডস পরা ত্বকীর মুখখানি বারবার ভেসে উঠছে আমার সামনে! যেখানেই থাকো ভালো থাকো!
আমায় ক্ষমাকরো ত্বকী…”
ইতি-
সালাউদ্দিন সাকিব
সাবেক আহবায়ক- বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ জেলা চট্টগ্রাম।