বাঁশখালী টাইমস: দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দীন সাকিব সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হওয়ায় দেখতে গেলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সালাউদ্দিন সাকিবের বাসায় এ সময় ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামিল আহমেদও উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন সাকিবের শয্যাপাশে সময় নিয়ে তিনি শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রসঙ্গত, গত কয়েক দিন আগে সাবেক এই ছাত্রলীগ নেতা রাজধানীর পল্টনে এক মোটর বাইক দুর্ঘটনায় আহত হন। এতে তাঁর বাম হাতে মারাত্মক আঘাত লাগে।