ছাত্রদলের কেন্দ্রিয় সেক্রেটারির মুক্তি দাবিতে দক্ষিণজেলা ছাত্রদলের বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু ভাইকে গ্রেফতারের প্রতিবাদে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ের সামনে হতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শহীদুল আলম শহীদের নেতৃত্বে তাৎক্ষণিক এক বিক্ষেভ মিছিল নিউমার্কেট চত্বর, জিপিও হয়ে বাংলাদশ ব্যাংকের সমানে গিয়ে শহীদুল আলম শহীদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে শহীদুল আলম শহীদ বলেন, বাংলাদেশের মুক্তিকামী ছাত্রজনতা যখন গণতন্ত্র পুরুদ্ধার আন্দোলনে উজ্জীবিত ঠিক তেমনি মুহুর্তে সরকার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ভয়ভীতি সৃষ্টির লক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু ভাইকে গ্রেফতার করে। কিন্তু সরকারের এহেন ষড়যন্ত্র মুক্তিকামী ছাত্র জনতাকে রুখতে পারবে না। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই অবিলম্বে গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন ছাত্রনেতা আকরামুল হাসান মিন্টু ভাইকে অবিলম্বে মুক্তি দিন। অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের প্রিয় নেতা আকরামুল হাসান মিন্টু ভাইকে মুক্ত করে আনবোই ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দিদারুল ইসলাম, ওবায়দুল হক রিকু, এম. হান্নান রহিম, শাহজাহান হোসেন, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান আতিক, মো. মুরাদ, মো. সৈয়দুল হক, মো. সাইফুল, মো. শাহ আলম, বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা এস.এম রিজভী, মো. জিহান, হেলাল উদ্দিন, রেজাউল, আমান উল্লাহ বাবু, এম. মনছুর আলম, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা এনামুল হক, সুমন, বাঁশখালী পৌরসভার মিরদাত হোসেন, লোহাগাড়া উপজেলা ছাত্রদল নেতা রিয়াজ আহমদ, মো. আলফে সানি, সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম, অপি চৌধুরী, মো. আরাফাত, মো. জসিম, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা মো. মান্নান, মো. খোরশেদুল আলম, কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা মো. ইব্রাহিম, নঈম উদ্দিন, চন্দনাইশ উপজেলা ছাত্রদল নেতা মুসলিম উদ্দিন, জসিম উদ্দিন, মো. ফারুক প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *