চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরির নতুন সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে লাইব্রেরির নিজস্ব হলে অনুষ্ঠিত হয়। লাইব্রেরির নিবন্ধিত নতুন ও পুরাতনসহ মোট ৮২ জন পাঠক সদস্যকে এক বছরের জন্য পরিচয়পত্র প্রদান করা হয়।
পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর মোহাম্মদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মানিক দে।
পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনকে আলোকিত করতে হলে বইয়ের প্রতি মনোযোগী হতে হবে। গভীর অধ্যবসায় করতে হবে। একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যত গড়ার জন্য সবাইকে লাইব্রেরিমুখী হতে হবে। বক্তারা বলেন, একটি লাইব্রেরি হচ্ছে একটি জ্ঞানের সাগর। নিজের প্রতিভাকে ফুটিয়ে তেলার জন্য নিয়মিত লাইব্রেরিতে এসে বইপাঠের প্রতি মনোযোগী হওয়ার জন্য বক্তারা সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।
লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাঈফী আনোয়ারুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক তাফহীমুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, মিতু আক্তার ও সারজিনা মনি প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
