BanshkhaliTimes

ছনুয়ায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

বাঁশখালীর ছোট ছনুয়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় এক জলদস্যু নিহত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু তালেব।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান জানান, এ সময় ঘটনাস্থল থেকে ৭টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৭ এর মেজর মেহেদি হাসান  বলেন, ভোরে টহল দেওয়ার সময় জলদস্যুদের অবস্থানের খবর পেয়ে ছোট ছনুয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক জলদস্যুর মরদেহ, ৭ টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

:নিউজচট্টগ্রাম ২৪

BanshkhaliTimes
Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *