ছনুয়া প্রতিনিধি : বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনীতিক আমিরুল হক ইমরুল কায়েসের অক্লান্ত প্রচেষ্ঠায় বাঁশখালীর ২৪তম এবং ছনুয়াতে ২২তম ৭নং ওয়ার্ডের বেড়িবাঁধে ৫ লক্ষ টাকার কাজের উদ্বোধন হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন তিনি। তিনি বলেন, বাঁশখালীর উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আনন্দিত। তিনি সবকাজে এলাকাবাসীরর সহযোগীতা কামনা করেন।
এছাড়া, বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন।
ধন্যবাদ,বাঁশখালী টাইমসকে।