বাঁশখালী টাইমস: ছনুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবদুল মালেক (১৭) নামে এক ফার্নিচারের দোকানের এক কিশোর কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছনুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আবদুল মালেক জাফর আহমেদের ছেলে বলে জানা গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ছনুয়ায় আসবাবপত্রের দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক কর্মচারী মারা গেছেন। থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।