ছনুয়া প্রতিনিধি: ১২ নং ছনুয়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে হাজী কালামিয়া পাড়া,খাশ পাড়া এলাকা বিদ্যুতায়নের অন্তর্ভূক্ত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর।
এতে সভাপতিত্ব করেন ছনুয়া অাওয়ামী লীগের সাবেক সভাপতি ও ছনুয়া থেকে নবনির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঁইছড়ি অাওয়ামী লীগের সভাপতি এস,এম,মুজিবুর রহমান চৌধুরী, বাঁশখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অাবুল বাশার, বাঁশখালী উপজেলা অাওয়ামী যুুবলীগ নেতা মোহাম্মদ অাবুল কালাম অাজাদ, ছনুয়ার বিশিষ্ট সমাজ সেবক মাইমুনুল ইসলাম, পুঁইছড়ি অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেম্বার ফৌজুল কবির ফজু,
পুঁইছড়ি ছাত্রলীগের সভাপতি ও মেম্বার এম,এ কাসেম,
যুবলীগের সহসভাপতি ও মেম্বার অালহাজ্ব শের অালী,
যুবলীগের সহসভাপতি ও মেম্বার নাছির উদ্দিন, মেম্বার খানে অালম চৌধুরী, পুঁইছড়ি ছাত্রলীগ নেতা মোহাম্মদ অামিন, মোহাম্মদ কামাল প্রমুখ।