তাফহীমুল ইসলাম, বাঁশখালী- দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৩৫০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে ছনুয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনপ্রতি ১ হাজার টাকা করে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে
ট্যাগ অফিসার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, ইউপি সচিব অরুণ জয় ধর, ইউপি সদস্য ইউনুস শাহী, রেজাউল করিম, জসিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা ছৈয়দুল মোস্তফা, যুবলীগ নেতা আশেকুর রহমান, ছাত্রলীগ নেতা মিজান সিকদার, জাহেদ সোহান, রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ৩৫০ পরিবারকে ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। বর্তমান সরকার অসহায় মানুষের পাশে আছে।’