
বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে চৌধুরী মোহাম্মদ গালিব নির্বাচিত হয়েছেন। ভোটের হিসেবে আনারস প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল খোরশেদুল আলম। মোট তিনজন প্রার্থীর মধ্যে অপর প্রার্থী ছিলেন কাপ-পিরিচ প্রতীকে মৌলভী নূর হোসেন।
উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের চৌধুরী মোহাম্মদ গালিব পেয়েছেন ৫৮ হাজার ৮০১ ভোট। নিকটতম প্রার্থী আনারসের খোরশেদ আলম পেয়েছেন ২৬ হাজার ১৪৮ ভোট।
সকাল থেকে নিরুত্তাপ ভোটগ্রহণ চললেও দিনশেষে ঠিকই বিজয়ীর দেখা মিলেছে। চাম্বল ও পুঁইছড়িতে ভোটগ্রহণকালে জাল ভোট দিতে এলে দুইজনকে ধরে থানায় সোপর্দ করা হয়। চেচুরিয়ায় কেন্দ্র দখলের চেষ্টাকালে একজনকে আটকের খবর পাওয়া যায়। এছাড়া বিভিন্ন কেন্দ্র ঘুরে সারা দিন তেমন একটা ভোটারের দেখা মেলেনি।
চৌধুরী মোহাম্মদ গালিব বিজয়ী হবার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে অভিজ্ঞমহল বলছে। তারা বলেছেন, গালিব যেহেতু সাবেক এমপি মরহুম সুলতানুল কবির চৌধুরীর পুত্র, সে হিসেবে বাঁশখালীর আপামর সুলতানসমর্থকেরা তাকেই ভোট দিয়েছেন। তারা মনে করেছেন, সুলতানপুত্র গালিবকে ভোট দেওয়া সুলতানুল কবিরকে ভোট দেবারই নামান্তর।
বিজয়ের আরো একটি কারণ হচ্ছে, গালিবের প্রতীক ছিল নৌকা। আওয়ামী লীগের প্রতীক হিসেবে আওয়ামী সমর্থকেরা নৌকাকেই নিজেদের ভরসাস্থল হিসেবে বেছে নিয়েছে।
তরুণ ভোটাররা তারুণ্য দেখে ভোট দিয়েছে বলে জানা যায়। তাদের মন্তব্য ‘গালিব যেহেতু এখনো বয়সে তরুণ, বেশির ভাগ তরুণ সেদিকেই ধাবিত হয়েছে।’