চেচুরিয়া চৌমুহনীতে গতিরোধক স্থাপনে ইউএনওকে খোলাচিঠি
১৭ অক্টোবর ২০২০
বরাবর
উপজেলা নির্বাহী কর্মকর্তা
বাঁশখালী, চট্টগ্রাম
বিষয়ঃ দুটি গতিরোধক স্থাপনের আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার দায়িত্বাধীন উপজেলার বৈলছড়ি ইউনিয়নের নাগরিক হই। আমাদের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া বাজার চৌমুহনীতে দুটি গতিরোধক অত্যন্ত প্রয়োজন। চেচুরিয়া চৌমুহনী থেকে ২০ ফুট পূর্বে পূর্ব চেচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে চেচুরিয়া এলাকার রাস্তার পশ্চিম ও দক্ষিণ পাশ থেকে শত শত কোমলমতি শিক্ষার্থী প্রধান সড়ক পার হয়ে যাতায়াত করে। ২০১৫ সালে চেচুরিয়া বাজারে বেপরোয়া গতির এক ট্রাক কেড়ে নিয়েছিল স্কুল শিক্ষার্থী আবদুর রহমানের তরতাজা প্রাণ। এছাড়াও প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে এই রাস্তা পার হয়ে চলাফেরা করে। এখন নতুন করে সড়ক কার্পেটিং হওয়ায় এবং চেচুরিয়া বাজারে গতিরোধক না থাকায় এস আলম, সানলাইন, সুপার সার্ভিসসহ শত শত সিএনজি বেপরোয়াভাবে চলাচল করে। যার কারণে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
অতএব, মহোদয়ের কাছে আমাদের সর্বসাধারণের আকুল আবেদন, উপরোক্ত বিষয়াদি বিবেচনা করে এই চৌমুহনীর দুই পাশে দুটি গতিরোধক স্থাপনের ব্যবস্থা গ্রহণ করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকবো।
স্থানীয় জনসাধারণের পক্ষে-
-মুহাম্মদ তাফহীমুল ইসলাম
চেচুরিয়া, বাঁশখালী, চট্টগ্রাম
তাফহীমুল ইসলাম, বাঁশখালী- করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া বাঁশখালীর ৭৪০ অসহায় পরিবারে উপজেলা প্রশাসনের…
তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর বাহারছড়ায় অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা…
তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর সরল ইউনিয়নের অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ…
তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর গন্ডামারায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় বাঁশখালী থানায় দুটি মামলা হয়েছে।…
তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস- চট্টগ্রামের বাঁশখালীর এস আলম পাওয়ার প্লান্টে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন…
চট্টগ্রাম: আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গন্ডামারা। এস আলম ও চায়না সরকারের যৌথ উদ্যোগে নির্মিতব্য কয়লা…