BanshkhaliTimes

চেচুরিয়ায় সোলাইমান চৌধুরীর মাইক মার্কার সমর্থনে সভা

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস)- আসন্ন বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সোলাইমান চৌধুরীর মাইক মার্কার সমর্থনে বৈলছড়ীর বিভিন্ন এলাকাবাসীর সাথে মতবিনিসভা আজ রাত দশটার দিকে চেচুরিয়াস্থ উপজেলা যুবলীগ সেক্রেটারি মকছুদ মাসুদের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন- মাইক মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোলাইমান চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদ মাসুদ, মেম্বার দিদারুল হক, ছাত্রলীগ নেতা দিদারুল আলম, মঈন উদ্দীন মামুন প্রমুখ।

সোলাইমান চৌধুরী বলেন- আপনারা সবাই আমাকে চিনেন। আমি দীর্ঘদিন রামদাশ হাটে ব্যবসা করেছি এবং চৌদ্দ বছর বাজার কমিটির দায়িত্ব পালন করেছি। এবারের উপজেলা নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমার মার্কা মাইক। এবারের নির্বাচনে ভূমিদস্যু, দুর্নীতিবাজও প্রার্থী হয়েছেন। যাদের থেকে সাধারণ মানুষের জান মাল নিরাপদ নয়। তাদের ভোট দিলে জীবনের ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের বিবেক দিয়ে বিচার, বিশ্লেষণ করে পবিত্র ভোট প্রদান করবেন। ভোট ডাকাতির প্রশ্নে এই ভাইস চেয়ারম্যান প্রার্থী বলেন- অনেক ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। ভোট কেটে নেওয়ার কাজটি আমাদের মতো তরুণদের দ্বারা সম্ভব। কিন্তু আমরা তা করবো না। কোন মোটা, কুঁজো ব্যক্তি আপনাদের ভোটের রায়কে ডাকাতির মাধ্যমে প্রভাবিত করতে পারবে না, ইনশাআল্লাহ। এই ভোট ডাকাতদের প্রতিহত করার মতো শক্তি আমাদের আছে। আপনারা নিশ্চিন্তে ভোট প্রদান করবেন। আমি কোন প্রতিশ্রুতি বা মন ভুলানো কথা বলবো না। তবে একটি ওয়াদা দিচ্ছি, নির্বাচিত করলে যখনই আমাকে প্রয়োজন মনে করবেন তখনই আমাকে পাশে পাবেন। আমাকে বিজয়ী করলে আপনাদের সেবার মাধ্যমে বিজয়ের প্রতিদান দিবো।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *