বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ চেচুরিয়া ঘোনাপাড়া’ রাহেনা মজিদ ফাউন্ডেশন’ এর উদ্যোগে করোনা প্রতিরোধকল্পে অসহায়, দুস্থ পরিবারের মধ্যে হোমিও মেডিসিন বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক ডা. কামরুল হাসান (মোস্তাক) ও ইঞ্জিনিয়ার সাইফুল হোসেন (মাহাফুজ) এর সার্বিক পরিচালনায় এই ওষুধ বিতরণ করা হয়।
ঘোনাপাড়াস্থ বহু পরিবারের মধ্যে সংগঠনটি শরীরের রোগপ্রতিরোধকারী ওষুধটি বিতরণ করেন।
ডা. কামরুল হাসান বলেন , ‘রাহেনা মজিদ ফাউন্ডেশন’ সম্পূর্ণ আমাদের পারিবারিক অর্থায়নে পরিচালিত হয়। সামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজই আমাদের সংঠনের মূল উদ্দেশ্য। আমরা দরিদ্র্য শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করে আসছি। করোনা সংকটে গৃহবন্দী মানুষগুলো কর্মক্ষম হয়ে পড়ায় আমাদের সংগঠনটি এলাকার অসহায় মানুষদের সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই হোমিও ওষুধটি আমরা এলাকার লোকজনকে দিচ্ছি। ভারতসহ বহুদেশে ওষুধটির কার্যকারিতা পরীক্ষিত। মানুষের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ওষুধটি। এখন যার রোগপ্রতিরোধ ক্ষমতা যত বেশি করোনা তার কাছে তত বেশি ধরাশায়ী হচ্ছে।
তিনি আরো বলেন, এলাকার যে কারো প্রয়োজনে ওষুধটি তিনি বিতরণ করবেন।
বাঁশখালী টাইমস, নভেরা ডেস্ক: 'অনলাইন ব্যবসায় লাখপতি' কথাটি কয়েকবছর আগেও আষাঢ়ে গল্পের মতো শুনাতো। কিন্তু…
বাঁশখালী টাইমস: আজ ১৪ এপ্রিল ১ বৈশাখ বাঁশখালী থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা…
বাঁশখালী টাইমস: বাঁশখালীতে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন বাঁশখালী উপজেলা…
শিশুকাম, প্রকৃতির প্রতিশোধ ও নৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি ✏️ দিলুয়ারা আক্তার ভাবনা 'তৌসিফ আঁতকে উঠল। সেই…
বাঁশখালী সমিতি চট্টগ্রামের অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল পিএমজেএফ'র মমতাময়ী মা রত্নগর্ভা শামসুন্নাহার…
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টাইমস: বাঁশখালীর কৃতিসন্তান সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মান্নানের…