BanshkhaliTimes

চেচুরিয়ায় মোজাফ্ফর আহমদ স্মৃতি সংসদ অলিম্পিক ফুটবলের উদ্বোধন

BanshkhaliTimes

মুহাম্মদ আরিফ, বাঁশখালী টাইমস: পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া দোকান সংলগ্ন মাঠে মরহুম মোজাফ্ফর আহমদের সুযোগ্য উত্তরসূরি পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া ৫৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, আয়োজনকারী সংসদের প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম সিকদারের সভাপতিত্বে মরহুম মোজাফ্ফর আহমদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত গোল্ডকাপ অলম্পিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ ৫ ফেব্রুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়েছে।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার ইউপি সদস্য আবদুর রহমান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মোজাফ্ফর আহমদের সুযোগ্য উত্তরসূরি ভিউ ফাইন্ডার ঢাকা’র ডাইরেক্টর নজরুল ইসলাম সিকদার।

উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন বাঁশখালীর দুই সেরা শক্তিশালী দল শেখ মর্তুজা আলী ফাউন্ডেশন বনাম হানিয়া পাড়া যুব উন্নয়ন সংস্থা।

এতে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম সিকদার বলেন, তরুণ প্রজন্মকে আলোকিত পথে পরিচালিত করতে ক্রীড়া একটি উত্তম সোপান, তাই খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে মরহুম মোজাফ্ফর আহমদ স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টটি খুবই তাৎপর্যময়।
তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ উক্ত উদ্বোধনী ম্যাচে শেখ মর্তুাজালি ফাউন্ডেশনকে ৭-০ গোলের ব্যাবধানে পরাজিত করে জয় চিনিয়ে নেয় হানিয়াপাড়া যুব উন্নয়ন সংস্থা।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *