BanshkhaliTimes

চেচুরিয়ায় এডভোকেট সুলতানুল কবির চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বীরমুক্তিযোদ্ধা সাবেক সাংসদ মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে জঙ্গল নাপোড়া বঙ্গবন্ধু একাদশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে চেচুরিয়া প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় জঙ্গল নাপোড়া বঙ্গবন্ধু ফুটবল একাদশ (১-০) গোলে আনোয়ারা ফুটবল একাদশকে পরাজিত করে।

বীরমুক্তিযোদ্ধা সাবেক সাংসদ মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা (অর্থ) বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মনজুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক, বীরমুক্তিযোদ্ধা আহমদ ছফা, আওয়ামীলীগ নেতা রাশেদ আলী, সমাজসেবক ফজলুল কাদের, সমাজসেবক নজরুল ইসলাম, নান্টু কুমার দাশ, প্রধান শিক্ষক অভিনাষ চন্দ্র দেব,
সাংবাদিক অনুপম কুমার দে, কল্যান বড়ুয়া মুক্তা, আব্দুল মতলব, আব্দুল জাব্বার, আবু বক্কর বাবুল, মুহা. মিজান বিন তাহের, ক্রীড়া সংগঠক প্রকাশ বড়ুয়া, জাফর ইকবাল, ইউপি সদস্য আব্দুর রহমান, মোঃ আব্দুল আলীম, সেচ্ছাসেবক লীগ নেতা মো: ফারুক, ছাত্রলীগ নেতা শাহাব উদ্দীন রবিন, আব্দুচ ছবুর প্রমূখ।

এ সময় সাংবাদিক ও ফুটবল টুর্নামেন্টের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন জঙ্গল নাপোড়া বঙ্গবন্ধু একাদশ বনাম আনোয়ারা ফুটবল একাদশ।

বক্তরা বলেন, সাবেক সাংসদ মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ বাঁশখালীবাসীর মিলন মেলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। বক্তারা আরো বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *