চেচুরিয়া খন্দকারপাড়ায় আগুনে পুড়ে ভষ্মীভূত ঘর
তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া গ্রামের খন্দকারপাড়ায় আগুনে পুড়ে মুহাম্মদ ইমনের বাড়ি ভস্মীভুত হয়েছে।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, এক রুম ও রান্নাঘর বিশিষ্ট পুরো ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। ঘরের মালিক ইমন জানান, আগুনে নগদ বিশ হাজার টাকা, হাঁস-মুরগীসহ সবকিছু পুড়ে যায় টিনের সামিয়ানা ছাড়া। এতে আনুমানিক দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে অসহায় ইমনের পরিবার এখর দিশেহারা। ঘর নির্মাণের জন্য এখন নেই কোনো বাড়তি অর্থ, সম্পদ। তাই কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ইমনের পরিবারের জীবিকা নির্বাহ করার পথ সহজ হবে।
আরও পড়ুন :