প্রবীণ জনপ্রতিনিধি বৈলছড়ী ইউপির ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবদুচ ছালাম আর নেই।
তিনি গত রাত দশটায় চেচুরিয়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন-ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাবেক এই মেম্বারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দক্ষিণজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক খোরশেদ আলম, বৈলছড়ী ইউপির চেয়ারম্যান কফিল উদ্দিন, বৈলছড়ী বিএনপির সভাপতি ফজলুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মরহুমের জানাযার নামাজ আজ দুপুর ২টায় আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।