‘বহুমাত্রিক সম্প্রীতির সম্মিলন’ স্লোগানকে সামনে রেখে গঠিত সংগঠন ‘মিত্র বাংলাদেশ’ এর এক সাধারণ সভা ২১ জানুয়ারি বিকাল ৪ টায় আন্দরকিল্লাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে ও আবু ওবাইদা আরাফাতের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল, দিদারুল ইসলাম, মালেকুজ্জামান রাজু, তৈয়ব উল্লাহ শিকদার, ইমতিয়াজ মাহবুব, আরমানউজ্জামান, কাজী সাঈদ, রাশেদ মুহাম্মদ, মুবিন তুষার, রায়হান উদ্দিন চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন- ‘বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি বিভিন্ন দেশের সহযোগিতা রয়েছে। উন্নয়নের অংশীদার হিসেবে চীন সম্প্রতি বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতুসহ বৃহৎ উন্নয়ন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।’
সাধারণ সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কমিটি গঠনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেস বিজ্ঞপ্তি