চিটাগং চেম্বারের পরিচালক হলেন বাঁশখালীর মুজিবুর রহমান

বাঁশখালী টাইমস: বাংলাদেশের শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সরকার কর্তৃক ‘সিআইপি’ মর্যাদায় ভূষিত বাঁশখালীর কৃতি সন্তান আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। তরুণ শিল্পোদ্যোক্তা হিসেবে সততা ও দক্ষতার সাথে তাঁর উত্তরোত্তর ব্যবসায়িক সফলতায় বাঁশখালীবাসী গর্বিত। তিনি একাধারে চট্টগ্রামের প্রথম সারির দৈনিক পূর্বদেশের সম্পাদক, স্মার্ট জিন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বাঁশখালী সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা এই কৃতি শিল্পোদ্যোক্তা ও সংস্কৃতিসেবীর সফলতায় অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী সাহিত্য পরিষদের আহবায়ক কবি কমরুদ্দিন আহমদ ও সদস্য সচিব আবু ওবাইদা আরাফাত, বাঁশখালী টাইমসের নির্বাহী সম্পাদক কবি আরকানুল ইসলাম, প্রিয় বাঁশখালীর সম্পাদক কাজী শাহরিয়ার, নির্বাহী সম্পাদক এস এম জসীম উদ্দীন প্রমুখ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *