বাঁশখালী টাইমস: গতকাল হঠাৎ অসুস্থতা অনুভব করায় বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শনিবার (৫ আগস্ট) হঠাৎ করে নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ায় তিনি নিজেই রাজধানীর একটি হাসপাতালে যান।
এর আগে, সকালে অনুশীলন করার সময় হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় মাশরাফির। তখন চিকিৎসার জন্য মাশরাফি রাজধানীর একটি হাসপাতালে যান। এ বিষয়ে মাশরাফি বা বিসিবির কারও মন্তব্য এখনও পাওয়া যায়নি।
তবে ওই হাসপাতালের করপোরেট ম্যানেজার ড. জামিউর রহমান বলেন, ‘মাশরাফি এসেছিলেন, তবে তিনি হাসপাতাল থেকে চলে গেছেন। তিনি এখানে ভর্তি হননি। সিরিয়াস কিছু হলে অবশ্যই ভর্তি হতেন।’
একই কথা বলেছেন ওই হাসপাতালের সিনিয়র এক্সিকিউটিভ শেহরীন চৌধুরী। তিনি বলেন, ‘ওনাদের (জাতীয় দলের ক্রিকেটার) কোনও সমস্যা হলে ওনারা এখানেই আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে চলে গেছেন।’
এদিকে, জাতীয় দলের ক্রিকেটাররা চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্প যোগ দিলেও মাশরাফি সেখানে যাননি। সামনে অস্ট্রেলিয়া সিরিজি প্রস্তুতিটা টেস্টের জন্য হওয়ায় ওয়ানডে দলের অধিনায়ক ঢাকাতেই ছিলেন।