চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালিত

চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালিত

মুহাম্মদ মিজান বিন তাহের: বৈলগাঁও চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে অনুষ্ঠিত র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমানন্দ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুকুরিয়া চাঁনপুর বৈলগাঁও চা-বাগানের ব্যবস্থাপক মোঃ আবুল বাশার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চা-বাগানের সহকারী ব্যবস্থাপক কাজী সোহেল রানা, রাহাত চৌধুরী, আবদুল আজিজ ও সকল কর্মকর্তা-কর্মচারী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চা-বাগানের ব্যবস্থাপক মোঃ আবুল বাশার বলেন, মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত এই বিজয় আমাদের যথাযথভাবে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বিজয়ের ৪৬তম বার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ এবং দেশের গর্বিত সন্তান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শনের জন্য আগামী প্রজন্মের প্রতি আহবান জানান।

 

আরও পড়ুন :

নাপোড়া সেখেরখীল উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য হীরকজয়ন্তী

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *